Bangladesh
Myanmar has not created environment needed to return Rohingya: UN
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জানুয়ারি ২৬: জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি বলেছেন, মিয়ানমার এখনও রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার মতো কোনো পরিবেশ তৈরি করেনি।
এমনকি নিকট ভবিষ্যতেও রোহিঙ্গাদের ফেরার কোনো সম্ভাবনা দেখছি না।
শুক্রবার ভাসানচর দ্বীপে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সরকারের নির্মিত অবকাঠামো পরিদর্শন করেন ইয়াংহি লি। এসময় তিনি এসব কথা বলেন।
জাতিসংঘের এই বিশেষ দূত বলেন, ভাষানচরে রোহিঙ্গাদের স্থানান্তরে বাংলাদেশ সরকার যে অবকাঠামো তৈরি করেছে তা সন্তোষজনক। তবে তার আগে সেখানকার নিরাপত্তা এবং মানবাধিকারের বিষয়টি নিশ্চিত করতে হবে।
