Bangladesh
Muktijuddho: 15 Mymensingh people's notice released
রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে এ তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন সংস্থার প্রধান সমন্বয়ক মো. আব্দুল হান্নান খান। যুদ্ধাপরাধ মামলায় এটি তদন্ত সংস্থার ৭৪ তম প্রতিবেদন।
এ মামলায় মোট আসামী ১৫ জন। এর মধ্যে ৫ জন গ্রেফতার রয়েছেন। গ্রেফতার ৫ জন হলেন- মো.গিয়াস উদ্দিন খান (৭৭) , সৈয়দ বদিউর রহমান ওরফে বনু মিয়া (৭০), মো.উমেদ আলী (৮৭), মো. আবু ছিদ্দিক (৭৫), মো. আব্দুল খালেক (৬২)। আসামীরা মুক্তিযুদ্ধকালে রাজাকার বাহিনীর সদস্য ছিলো। বাকি ১০ জন পলাতক থাকায় তাদের নাম প্রকাশ করা হয়নি।
সংবাদ সম্মেলনে বলা হয়, আসামীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন, ধর্ষণ, হত্যা ও গণহত্যার ৭টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে সর্বমোট নিহত ১৩০ জন, আহত ২০/২৫, ধর্ষিত একজন, ২৫/৩০টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ রয়েছে। এ মামলায় ২০১৭ সালের ৬ আগস্ট থেকে তদন্ত শুরু হয়। তদন্ত শেষে চার খন্ডে মোট ৩৯০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।
