Bangladesh
Mujib Year celebration: Modi's visit to Dhaka deferred
দেশে প্রথম ৩ জন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত করার পর বছরব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান সীমিত করার ঘোষণা দেয়ার একদিন পর নয়াদিল্লী এ সিদ্ধান্তের কথা জানালো।
বিবৃতিতে বলা হয, বাংলাদেশ সরকারের কাছ থেকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে জনসমাবেশমূলক অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ধরণের আনুষ্ঠানিক বার্তা পাওয়ার পর ভারতের প্রধানমন্ত্রীর সফর পেছানো হয়েছে। এতে বলা হয়, ‘অনুষ্ঠানের নতুন সময়সূচি আমাদের পরে জানানো হবে’।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তকরণ এবং বৃহত্তর বিশ্ব জনস্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে মুজিব বর্ষ উদযাপনের বিশাল উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা সংশোধন করা হয়েছে। এই সংশোধনের প্রভাব ১৭ মার্চে পরিকল্পিত বিশাল সমাবেশের ক্ষেত্রেও প্রযোজ্য, যেখানে ভারতের প্রধানমন্ত্রী আমন্ত্রিত ছিলেন।
বিবৃতিতে বলা হয়, ভারত দুদেশের আশেপাশে এই রোগের বিস্তার মোকাবেলায় অংশীদার হিসাবে বাংলাদেশের সাথে ‘কাজ করতে প্রস্তুত’।
