Bangladesh
Lockdown broken in Bangladesh during religious event
করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে এ নির্দেশনা দেয়া হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মো. মুসা মুঠোফোনে এ খবর নিশ্চিত করেছেন।
শনিবার সকাল ১০টায় মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর প্রতিষ্ঠিত সরাইলের জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসা মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা মাদরাসা মাঠ ছাড়িয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে ছড়িয়ে যায়। এছাড়া ওই এলাকার বিভিন্ন ভবনের ছাদেও মানুষের উপস্থিতি দেখা যায়। সেখানে পুলিশ পৌঁছালেও ছিল নীরব ভূমিকায়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সরাইল সার্কেল) মাসুদ রানা জানান, সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু জনসমাগম কমাতে পারেনি। হুজুরদের বুঝিয়েছি।
মানুষজন সচেতন না হওয়ায় এমনটি করেছে।
জানাজার নামাজে ইমামতি করেন জুবায়ের আহমেদ আনসারির ছেলে হাফেজ মাওলানা আসাদ উল্লাহ।
উল্লেখ্য, শুক্রবার বিকাল পৌনে ৬টায় জেলা শহরের মারকাজ পাড়ায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খেলাফত মজলিশের এই নেতা।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জুবায়ের আহমদ আনসারির বাড়ি জেলার নাসিরনগরের হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার ওই এলাকা থেকে ১৯৯৬ সালে সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন।
