Bangladesh
Lahore: JeI supporters show placard showing Motiur Rahman's image during T20 match between Bangladesh-Pakistan
সুত্রের খবর অনুযায়ী, পাকিস্তানের কিছু সংখ্যক মানুষ এইভাবে জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন প্রকাশ করেছেন।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম জানুয়ারি ২৫ তারিখে এই ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।
এই ম্যাচ চলাকালীন প্ল্যাকার্ডে 'আমরা নিজামী' লেখা দেখা যায়।
বাংলাদেশে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমীরের ফাঁসি কার্যকর কড়া হয়েছিল ২০১৬ সালে।
১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মি. নিজামীকে মৃত্যুদন্ড দেওয়ার পরে ওনার ফাঁসি কার্যকর কড়া হয়েছিল।
মুক্তিযুদ্ধের সময় নিজামী ছিলেন জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘের নেতা হিসেবে বাংলাদেশে নিযুক্ত ছিলেন।শুধু তাই নয়, উনি সেই সময় পাকিস্তানি বাহিনীর সহযোগী আল-বদর বাহিনীর সর্বোচ্চ নেতাও ছিলেন।
পাকিস্তানের অনুষ্ঠিত বাংলাদেশের বিরুদ্ধে সিরিজগুলি খুব গুরুত্বপূর্ণ।
এক সময় দেশের মাটিতে শ্রীলঙ্কার টিম বাসের উপরে জঙ্গি হামলার ঘটনার পরে আন্তর্জাতিক দলগুলি পাকিস্তান সফরে যাওয়া বন্ধ করে দেয়।
সময়টি ছিল ২০০৯ সাল।
তবে, আসতে আসতে পাকিস্তান আবার মূলস্রোতে ফিরছে।
শ্রীলঙ্কার দল ক্রিকেট খেলতে যাওয়ার পরে এখন বাংলাদেশ সেই দেশের মাটিতে গেছে সিরিজ খেলতে।
সুতরাং, এই সিরিজের গুরুত্ব কতটা তা বুঝতে বাকি নেই।
