Bangladesh

Khaleda Zia gets bail for six months

Khaleda Zia gets bail for six months

Just Earth News | @justearthnews | 06 Aug 2018, 05:21 am
ঢাকা, আগস্ট ৬ঃ দেশের হাই কোর্ট আজ কুমিল্লার চৌদ্দগ্রামে নৈশকোচে পেট্রোল বোমা মেরে আট যাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় জামিন দিয়েছে।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাই কোর্ট বেঞ্চ  আজকে খালেদার জামিনের শুনানিতে রায় দিয়েছে।

 

তবে, অন্য বেশ কিছু মামলায় গ্রেপ্তার থাকায় খালেদা এখনই জেলের বাইরে আসছেন না।

 

আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী ও মাহবুব উদ্দিন খোকন খালেদার আবেদনের পক্ষে হাই কোর্টে শুনানি করেছেন।

 

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেছেন।

 

দেশের এক আদালত গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দিয়েছিল।

 

সেই থেকে জিয়া জেলে আছেন।