Bangladesh

Khalda Zia bail suspended

Khalda Zia bail suspended

Bangladesh Live News | @banglalivenews | 02 Jul 2018, 05:35 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জুলাই ২: কুমিল্লায় বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আটজন হত্যা মামলায় হাইকোর্টের দেয়া বেগম জিয়ার জামিন স্থগিতই থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

একই সঙ্গে চার সপ্তাহের মধ্যে জামিন সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে উচ্চ আদালতকে নির্দেশ দেয়া হয়েছে।


সোমবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ সর্বসম্মতিক্রমে জামিন স্থগিতের এ আদেশ দেন।

 

এর আগে, কুমিল্লার এ মামলায় উচ্চ আদালত থেকে ৬ মাসের জামিন পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

 

পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বেগম জিয়ার জামিন সাময়িক স্থগিত করেন সুপ্রিমকোর্টের চেম্বার আদালত।


দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান।

 

ওই দিনই তাকে কারাগারে নেয়া হয়।