Bangladesh

 Jaishankar leaves Dhaka

Jaishankar leaves Dhaka

Bangladesh Live News | @banglalivenews | 22 Aug 2019, 07:32 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, আগস্ট ২২ : তিন দিনের সফর শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশে ফিরে গেছেন। বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর সোমবার (১৯ আগস্ট) প্রথম বাংলাদেশ সফরে আসেন জয়শঙ্কর। এর আগে অক্টোবরের প্রথম সপ্তাহে তিনি ভারত সফরের জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন।

 

ঢাকা ছাড়ার আগে মঙ্গলবার (২০ আগস্ট) ধানমন্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন জয়শঙ্কর।

 

এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকের পর অমীমাংসিত তিস্তার পানিবণ্টন চুক্তি, আসামে নাগরিকপঞ্জি, রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর।