Bangladesh

Indian Prime Minister Narendra Modi greets Hasina on Eid
Screengrab

Indian Prime Minister Narendra Modi greets Hasina on Eid

Bangladesh Live News | @banglalivenews | 01 Aug 2020, 06:04 am
Indian Prime Minister Narendra Modi on Friday greeted his Bangladeshi counterpart Sheikh Hasina on the occasion of Eid-ul-Azha.

বার্তায় মোদি বলেন, ‘করোনা মহামারির বিরুদ্ধে আমাদের দুই দেশেরই চলমান লড়াইতে আপনাদের সক্ষম নেতৃত্বের অধীনে বাংলাদেশের গৃহীত পদক্ষেপের প্রশংসা করি আমরা।’
লিখিত শুভেচ্ছা বার্তায় মোদি আরও বলেন, ঈদুল আজহা উৎসব ভারতের বিভিন্ন এলাকাতেও উদযাপিত হয়। এটি মনে করিয়ে দেয় আমাদের গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সংযোগের কথা। আশা করি এ উৎসব দুই দেশের মধ্যে শান্তির চেতনা ও আমাদের সংশ্লিষ্ট সমাজে সহিষ্ণুতা এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের উন্নতি ঘটাবে।
নরেন্দ্র মোদি আরও লিখেছেন, এই শুভদিন উপলক্ষে আমি আপনার ও আমার সব বাংলাদেশি ভাই ও বোনের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করি।