Bangladesh

India ready to help Bangladesh in solving Rohingya issue: Jaishankar

India ready to help Bangladesh in solving Rohingya issue: Jaishankar

Bangladesh Live News | @banglalivenews | 21 Aug 2019, 12:09 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, আগস্ট ২১ : বাংলাদেশ ও ভারত দু’দেশই লাভবান হয়, এমন একটি ফর্মুলা বের করে দু’দেশের মধ্যে অভিন্ন ৫৪টি নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত বিষয়গুলো সমাধান করা হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এছাড়া বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের ব্যাপারে ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

 তিনি বলেন, ‘রোহিঙ্গাদের তাদের নিজ দেশে নিরাপদ, দ্রুত ও টেকসই প্রত্যাবাসনের ব্যাপারে আমরা একমত হয়েছি। বাংলাদেশ, ভারত ও মিয়ানমার-এই তিন দেশের জাতীয় স্বার্থেই এটা করা জরুরি। বাংলাদেশ থেকে এই বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজ ভূমিতে ফিরে যেতে এবং রাখাইন রাজ্যের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে আমরা সব ধরণের সহায়তা দিতে প্রস্তুত আছি।’


মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। ভারতের আসামে ৪০ লাখেরও বেশি মানুষ নাগরিকত্ব সমস্যায় রয়েছে, এ নিয়ে বৈঠকে কোন আলোচনা হয়েছে কিনা, জানতে চাইলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়।’


সংবাদ সম্মেলনে আসামে যে ৪০ লাখ মানুষ নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে আছে সেটি বাংলাদেশকে প্রভাবিত করবে কি-না সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন ‘এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে কথা বলার কিছু নেই।’  যদিও অতীতে বিভিন্ন সময় বিজেপির প্রভাবশালী নেুারা বলেন যে আসামে যে নাগরিক তালিকা করা হয়েছে তাতে যারা বাদ পড়েছে তারা অবৈধ বাংলাদেশি এবং তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে থাকলেও তিনি কোনো মন্তব্য করেননি।


আলোচনায় তিস্তার পানিবণ্টন নিয়ে কোনো অগ্রগতি আছে কিনা জানতে চাইলে জয়শঙ্কর বলেন, ‘এ ব্যাপারে আমাদের একটি প্রতিশ্রুতি রয়েছে। এর কোনো পরিবর্তন হয়নি।’ তিনি বলেন, ‘দুদেশের ৫৪টি অভিন্ন নদীর পানি বণ্টনে আমরা প্রস্তুত। নিরাপত্তা ইস্যুর বিষয়ে জয়শঙ্কর বলেন, ‘আমরা এনিয়ে আলোচনা করেছি এবং নিরাপত্তা বিষয়ে সহযোগিণা বাড়লে সন্ত্রাসী গ্রুপগুলোকে দমনে সহযোগিতা বাড়বে।’ তিনি বলেন, ‘আমাদের সম্পর্ক কৌশলগত সম্পর্কে পরিণত হয়েছে।’


জ্বালানি নিরাপত্তার বিষয়ে জয়শঙ্কর বলেন, ‘আমাদের মধ্যে অনেকগুলো সরকারি ও বেসরকারি খাত নিয়ে আলোচনা চলছে। আমরা আরও আলোচনা করবো।’ জঙ্গি ও সন্ত্রাস দমনে বাংলাদেশকে সহযোগিণা অব্যাহত রাখার কথাও জানিয়েছেন সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।


বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যয় জানিয়ে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী ও স্বাধীনতার পঞ্চাশবছর পুর্তি উদযাপনে বাংলাদেশের সাথে একসাথে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।


ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার প্রথম ঢাকা সফর। বাংলাদেশের সাথে আমাদের অংশীদারিত্ব প্রতিবেশী দেশগুলোও যে পাশাপাশি একসাথে মিলেমিশে থাকতে পারে তার উদারহণ। আমরা অংশীদার হিসেবে একসাথে কাজ করি। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দক্ষিণ এশিয়ায় রোল মডেল হিসেবে এই অংশীদারকে টিকিয়ে রাখতে চান।’


জয়শংকর বলেন, ‘আমরা বাংলাদেশের শীর্ষস্থানীয় উন্নয়ন অংশীদার হিসেবে গর্ববোধ করি। নিকটতম প্রতিবেশী হিসেবে আমরা বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সম্ভাব্য সব ধরনের সহায়তার প্রস্তাব দিচ্ছি।’


এর আগে, সকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন। তিনি সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।