Bangladesh
India, Bangladesh to celebrate latter's 50th independence day together
ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে মন্ত্রী বলেন, ‘প্রতিবেশি দেশ হিসাবে ভারতের সংগে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশের স্বাধীনতায় তারাও রক্ত দিয়েছে। আমরা দু’দেশের মধ্যে ভালো সম্পর্ক রাখতে চাই। সমস্যা আছে, তবে তা আলোচনার মাধ্যমে সমাধান হবে।’
ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার ঢাকা সফর নিয়ে ড. মোমেন বলেন, ‘অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকা উৎপাদনের সঙ্গে ভারত যুক্ত রয়েছে। এজন্য আমাদের এখানেও ট্রায়ালের ব্যবস্থা করার প্রস্তাব রাখতে চাই। অক্সফোর্ডের কোম্পানির সঙ্গে লন্ডন মারফত যোগাযোগ করা হচ্ছে।
মন্ত্রী আরো বলেন, এছাড়া বিশ্বের বিভিন্ন জায়গায় যে ভ্যাকসিন ইতোমধ্যে তৈরি হয়েছে বা চালু হচ্ছে, তা পাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা চলছে। তিনি বলেন, ভারতে করোনা ভ্যাকসিন আবিষ্কারের সম্ভাবনা দেখা দিয়েছে। তা বাংলাদেশ কিভাবে পেতে পারে তা নিয়েও আলোচনা হচ্ছে।
প্রবাসী বাংলাদেশীদের ভিসা নিয়ে দুশ্চিন্তা না করতে বললেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, করোনার কারণে বিদেশে অনেক প্রবাসী সমস্যায় রয়েছেন। তবে আপদকালীন সময়ের অবসানে এ অবস্থা থাকবে না। আর ভিসার মেয়াদ নিয়ে তাদের চিন্তার কোন কারণ নেই। বিনা খরচে ভিসা অটোমেটিক রিনিউ হবে।
দেশে আটকাপড়া প্রবাসীদের ফিরে যাওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, করোনা সংকট কিছুটা কেটে যাওয়ায় আটকা পড়া প্রবাসীরা ফিরতে শুরু করেছেন। তবে কয়েকটি দেশ নতুন-নতুন আইন জারি করে কিছুটা সমস্যা করছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত সরকারের নতুন আইন অনুযায়ি সে দেশে ফিরতে শুধু ভিসার মেয়াদের সাথে-সাথে সংশ্লিষ্ট কফিলের অনাপত্তি থাকতে হবে। নতুন এই আইনের কারণে কিছু প্রবাসীকে ফিরিয়ে দেয়া হয়েছে। ভিসার মেয়াদ থাকার পরও তারা সেদেশে ফিরে যেতে পারছেন না। তবে এই সমস্যা সমাধানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে।
পরে পররাষ্ট্রমন্ত্রী সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনায় বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের দেশে ফিরিয়ে এনে তাদের উপর আদালতের রায় কার্যকর করার প্রত্যাশা ব্যাক্ত করেন।
