Bangladesh

India, Bangladesh have good political understading: Indian Envoy

India, Bangladesh have good political understading: Indian Envoy

Bangladesh Live News | @banglalivenews | 24 Jul 2019, 07:47 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জুলাই ২৪ : ঢাকায় ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস বাংলাদেশকে ভারতের অকৃত্রিম বন্ধু আখ্যায়িত করে বলেছেন, ভারত সবসময় বাংলাদেশের পাশে আছে। আগেও ছিল, এখনও আছে আর ভবিষ্যতেও থাকবে। প্রতিবেশি দুটি দেশের সরকারের মধ্যে রাজনৈতিক বোঝাপড়া চমৎকার। এই একাত্মতা অনেক কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করবে।

মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও ভারতের মোহদীপুর স্থলবন্দর পরিদর্শন শেষে সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন রিভা গাঙ্গুলী দাস।


তিনি উভয় দেশের বন্দরের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি প্রসঙ্গে বলেন, আগে আমদানি-রপ্তানি কম থাকায় দুই দেশেরই সক্ষমতা কম ছিল। কিন্তু এখন দুই দেশের মধ্যেই আমদানি-রপ্তানি বেড়েছে। তাই ব্যবসা বৃদ্ধির সাথে সাথে বন্দরগুলোর সক্ষমতা আরো বাড়ানো দরকার। এটা দুই দেশের সরকারই উপলব্ধি করছে।


রিভা গাঙ্গুলী দাস বলেন, ‘দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। ব্যবসা বাণিজ্য বৃদ্ধির জন্য যেসব সমস্যা রয়েছে সেগুলো চিহ্নিত করে আপনাদের সরকারের মাধ্যমে আমাদের কাছে উপস্থাপন করেন, আমরা সেসব সমস্যা আন্তরিকতার সাথে সমাধানের চেষ্টা করব।’


এ সময় ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি, ভারতীয় হাইকমিশনের ২য় সেক্রেটারি ভিশাল য্যোতি দাশ, বাংলাদেশের সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা কবিরুল রহমান খান খোকন, সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তৌফিকুর ইসলাম বাবু, চাঁপাইনবাবগঞ্জ এ এস পি (সার্কেল) ইকবাল হোসাইন সহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।