Bangladesh
Husband, wife arrested with Yaba tablets
বুধবার দুপুরে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা দক্ষিণপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- বেনাপোল পোর্ট থানার বালুন্ডা দক্ষিণপাড়া গ্রামের মৃত কোরবান আলীর ছেলে হাসান আলী (৩৫) ও তার স্ত্রী তানজিলা খাতুন (২৮)।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আলমগীর হোসেন বলেন, বালুন্ডা দক্ষিণপাড়া গ্রামের একটি বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটের চালান নিয়ে পাচারকারীরা অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে দুপুরে থানার এসআই আব্দুল লতিফের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ছয় হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাসান আলী ও তার স্ত্রী তানজিলা খাতুনকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে ২০ হাজার ইয়াবাসহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মাকসুদুল আলম নান্টুকে (৪২) গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে নান্টুর সহযোগী ইমদাদুল হক রাজন কাজীকেও (২২) গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার মাকসুদুল আলম নান্টু বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ডিঙ্গামানিক গ্রামের মৃত গাজী আব্দুল মান্নানের ছেলে ও ইমদাদুল হক রাজন কাজী ঝালকাঠীর কাঁঠালিয়া উপজেলার আওড়াবুনিয়া গ্রামের কাজী মো. শাহীনের ছেলে।
