Bangladesh

Flood situation improves in 14 districts
File picture

Flood situation improves in 14 districts

Bangladesh Live News | @banglalivenews | 31 Jul 2020, 03:39 am
With a respite in rains, the flood situation in 14 districts have improved. Kudigram, Gaibandha and Jamalpur are among those places where water level has receded.

ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি আগামী ২৪ ঘন্টায় স্থিতিশীল থাকতে পারে। আগামী ২৪ ঘন্টায় ঢাকা সিটি কর্পোরেশন সংলগ্ন নিম্নাঞ্চলসমূহের বন্যা পরিস্থিতি সামান্য অবনতি হতে পারে।
বৃহস্পতিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এতে বলা হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ ঘন্টায় এ অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে। ঢাকা জেলার আশেপাশের নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টায় দেশের উত্তরাঞ্চলের ব্রহ্মপুত্র-যমুনা ব্যাতীত অন্যান্য প্রধান নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে। পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
দেশের ১০১ টি পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি ৪১ টির, হ্রাস ৫৭ টি, বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১৮ টি, বিপদসীমার উপরে নদীর সংখ্যা ১৮ টির, অপরিবর্তিত ৩ টির, বিপদসীমার উপরে স্টেশনের সংখ্যা ২৮ টির, বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত স্টেশনের সংখ্যা ১৫ টি।