Bangladesh

Ferry ghat closes due to Padma breakage

Ferry ghat closes due to Padma breakage

Bangladesh Live News | @banglalivenews | 27 Oct 2019, 09:57 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, অক্টোবর ২৭ : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় পদ্মা নদীতে আবার ভাঙন দেখা দিয়েছে।

 শনিবার ৩ নম্বর ফেরিঘাটের সংযোগ সড়কের এক বিরাট অংশ নদীতে বিলীন হয়ে গেছে। এর ফলে ঘাটটি বন্ধকরে দিতে বাধ্য হয়েছেন কর্তৃপক্ষ। এর আগে ভাঙনের কারণে ১ ও ২ নম্বর ফেরিঘাট বন্ধ হয়ে যায়। পদ্মা নদীর অব্যাহত ভাঙনে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আগেই ১ ও ২ নম্বর ফেরিঘাট বন্ধ করে দিয়েছিল বিআইডব্লিউটিএ। এবার একই কারণে ৩ নম্বর ঘাটটিও বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন তারা। তবে বিআইডব্লিউটিএ দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষের দাবি করেছেন ৩নং ঘাটটি পুনরায় চালু করতে কাজ করছেন তারা।


এদিকে দৌলতদিয়ায় ছয়টি ঘাটের মধ্যে বর্তমানে মাত্র তিনটি চালু রয়েছে। এতে ব্যাহত হচ্ছে যাত্রী ও যান পারাপার। গাড়ির চাপ বেড়েছে দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায়। সিরিয়ালে আটকা পড়েছে কয়েকশ যানবাহন। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।


জানা গেছে, গত বৃহস্পতি ও শুক্রবার হালকা ও মাঝারি বৃষ্টির সঙ্গে নদীতে ছিল তীব্র বাতাস। যে কারণে শুক্রবার বিকেলে দৌলতদিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটটির সংযোগ সড়ক ও পন্টুনের নিচের মাটি সরে যায়। এর আগেই ঘাট ভাঙনের শঙ্কায় বিআইডব্লিউটিএ ঘাটটি বন্ধ করে দেয়। বর্তমানে দৌলতদিয়ায় ৪, ৫ ও ৬ নং এই তিনটি ঘাট চালু রয়েছে। এরমধ্যে শুধুমাত্র ৫ নম্বর ঘাটে বড় রো রো ফেরি ভিড়তে পরছে। আর ৪ ও ৬ নং ঘাটে ভিড়ছে ছোট ফেরি।


এদিকে চলতি মাসের শুরুতে পদ্মার তীব্র স্রোতের ঘূর্ণিতে ভাঙনের কারণে দৌলতদিয়ার ১নং ও ২নং ঘাট বন্ধ হয়ে যায়। তখন থেকে ঘাট রক্ষায় পানি উন্নয়ন বোর্ড (পাইবো) বালুর বস্তা ফেলার কাজ করলেও স্রোতের তীব্রতায় ঘাট রক্ষা হয়নি। সেই সঙ্গে ঘাট এলাকার প্রায় ৮ শতাধিক বাড়ি পদ্মায় বিলীন হয়ে যায়।


আরিচা বিআইডব্লিউটিএ’র উপ-সহকারী প্রকৌশলী মো. মকবুল হোসেন জানান, দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটটি চালু করতে তারা কাজ করছেন। আশা করছি দুই-একদিনের মধ্যে ঘাটটি দিয়ে যানবাহন ওঠা-নামা করতে পারবে। এ রুটে বর্তমানে ছোটবড় মিলিয়ে মোট ১২টি ফেরি চলাচল করছে।