Bangladesh

Fenny: Bus hits autorickshaw, kills 6

Fenny: Bus hits autorickshaw, kills 6

Bangladesh Live News | @banglalivenews | 24 Aug 2018, 11:39 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, আগস্ট ২৫ : শ্যামলী পরিবহনের একটি বাসচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি।

তবে নিহতদের মধ্যে দুই নারী ও চার পুরুষ রয়েছেন বলে জানা গেছে।


শুক্রবার বিকেল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের ফেনী সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে। ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক রাশেদ খান চৌধুরী ঘটনার এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, একটি অটোরিকশা সংযোগ সড়ক দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠে এলে শ্যামলী পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন।

 

গুরুতর আহত বাকি চার জনকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।’

 

তিনি আরও বলেন, ‘নিহতদের পরিচয় জানা যায়নি। শ্যামলী পরিবহনের বাসটিকে আটকানো হয়েছে।’