Bangladesh

Fenny: 4 arrested with Yaaba

Fenny: 4 arrested with Yaaba

Bangladesh Live News | @banglalivenews | 11 Jan 2019, 08:31 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জানুয়ারি ১১: ফেনী জেলায় পৃথক পৃথক অভিযানে ২৭ হাজার ১৫০ পিস ইয়াবাসহ চার জনকে আটক করেছে র‌্যাব।

বুধবার দিবাগণ রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের দুটি স্থান থেকে তাদের আটক করা হয়।


র‌্যাব জানায়, চট্টগ্রাম থেকে বিপুল পরিমাণ মাদক নিয়ে মহাসড়কের ফেনী অতিক্রম করছে এমন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসায় র‌্যাব।

 

এ সময় ফেনী পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্থানে একটি পিকআপ তল্লাশি করে ১৯ হাজার ইয়াবা জব্দ এবং মো. রায়হান উদ্দিন (২২), মো. রুবেল হোসেন (১৯) নামে দুই জনকে আটক করা হয়।


একই দিন রাতে মহাসড়কের মহিপাল ফিলিং স্টেশন এলাকায় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে আরও ৮ হাজার ১৫০ পিস ইয়াবা জব্দ করে র‌্যাব। এ সময় মো. হাসান (২৬) ও মো. রাসেল (২২) নামে দু’জনকে আটক করা হয়।


ফেনীর র‌্যাব-৭ এর ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী এবং ইয়াবা ও যানবাহন থানায় হস্তান্তর করা হয়েছে।