Bangladesh

Ex-Sylhet Mayor dies
Amirul Momenin

Ex-Sylhet Mayor dies

Bangladsh Live News | @banglalivenews | 15 Jun 2020, 08:08 am
ঢাকা, জুন ১৬ : সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান রোববার (১৪ জুন) দিনগত রাত পৌনে ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছে (ইন্নালিল্লাহিৃ.. রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, পৌনে ৩ টার দিকে (২টা ৪৫ মিনিট) বদর উদ্দিন আহমদ কামরান ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।সম্মিলিত সামরিক হাসপাতালে তার সঙ্গে ছিলেন বড় ছেলে ডা. আরমান আহমদ শিপলু।

গত ৫ জুন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে কামরানের করোনা পজিটিভ ধরা পড়ে। ওইদিন রাত থেকে প্রথমে বাসায় আইসোলেশনে রাখা হলেও ৬ জুন সকালে বমি আর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। তবে বমি ও জ্বর কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। পরে অবস্থা সংকটাপন্ন হওয়াতে রোববার (০৭ জুন) সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।


চিকিৎসকরা প্রাথমিক পর্যবেক্ষণে তাকে প্লাজমা থেরাপি দেওয়ার সিদ্ধান্ত নেন। তার দেহে করোনাজয়ী কারো ‘এ’ পজিটিভ রক্তের সংগৃহীত প্লাজমা থেরাপি দেওয়া হয়। প্লাজমা থেরাপি দেওয়ার পর পরই বদর উদ্দিন আহমদ কামরান কিছুটা সুস্থ হয়ে ওঠেন। রোববার মধ্যরাতে শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মারা যান।


এর আগে, গত ২৭ মে কামরানের স্ত্রী আসমা কামরানেরও করোনা পজিটিভ ধরা পড়ে। তিনি বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।


সকাল দশটার দিকে বদর উদ্দিন আহমদ কামরানের লাশ সিলেটে নিয়ে যাওয়া হয়। সেখানে দুটি জানাজা শেষে বাবা-মায়ের কবরের পাশেই লাশ দাফন করা হয়।


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন সিলেট সিটির দুইবারের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।