Bangladesh

Every vehicle operating in Bangladesh during lockdown except Buses

Every vehicle operating in Bangladesh during lockdown except Buses

Bangladesh Live News | @banglalivenews | 08 May 2020, 07:42 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, মে ৮ : করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলছে সাধারণ ছুটি। গত ২৬ মার্চ থেকে আগামী ১৬ মে পর্যন্ত কয়েক দফায় এ ছুটি ঘোষণা করা হয়।

এ সময়ে মানুষের চলাচল সীমিত করার পাশাপাশি সবকিছুই বন্ধ রাখ হয়েছিল। বলা চলে, সারাদেশ লকডাউনেই ছিল। বেশকিছু শর্ত দিয়ে এ লকডাউন শিথিল করা হয়েছে। শর্তসাপেক্ষে খুলে দেয়া হয়েছে গার্মেন্টস ও মসজিদ। শপিংমল খোলার ঘোষণাও দিয়েছে সরকার। এতে ঢাকার সড়কে বেড়েছে যানবাহন। বাস ছাড়া এখনই বলতে গেলে সব পরিবহনই চলছে ঢাকার সড়কে।

 

বৃহস্পতিবার আইইডিসিআরের হিসাব অনুযায়ী, মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭০৬ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৪২৫ জনে। গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৯৯ জনের প্রাণ কেড়ে নিলো ভাইরাসটি।। যদিও রাজধানীর সড়কের চিত্র একদম উল্টো।

 

বৃহস্পতিবার সারাদিনই রাজধানীর প্রবেশপথ ও বিভিন্ন সড়কে অসংখ্য যানবাহন দেখা গেছে। কোথাও কোথাও দেখা যায় ক্ষণিকের যানজটও। সংশ্লিষ্টরা বলছেন, মূলত অঘোষিত লকডাউন শিথিলতার দিকে যাওয়ায় সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। দিনভর রাজধানীর আব্দুল্লাহপুর, কল্যাণপুর, শ্যামলী, নিউমার্কেট, তেজগাঁও, মহাখালী, যাত্রাবাড়ী ও গুলশান এলাকায় দেখা গেছে, গাড়ির চাপ। কোথাও কোথাও আবার সিগন্যালের কারণে কিছুক্ষণের জন্য সড়কে থমকে যাচ্ছে গাড়িগুলো।

 

প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার সঙ্গে রয়েছে মোটরসাইকেল। বাধাহীনভাবে চলছে ঢাকার চিরায়ত রিকশাও। জরুরি সেবা ওষুধ, কাঁচাবাজার, সরকারি প্রতিষ্ঠান, সাংবাদিক ও স্বাস্থ্যবিভাগ সংক্রান্ত যানবাহন তো আছেই। বলতে গেলে, বাস ছাড়া সব ধরনের যানবাহন চলছে।