Bangladesh

Embezzled money sent to foreign shores, Shahed tells RAB
শাহেদ করিম (ফাইল ছবি)।

Embezzled money sent to foreign shores, Shahed tells RAB

Bangladesh Live News | @banglalivenews | 27 Jul 2020, 05:20 am
Nabbed fraudster Mohammed Shahed has told RAB officials that the embezzled money were often sent to foreign shores, during an interrogation. Law enforcement officials arrested the owner of the Regent Hospital after authorities found him guilty of publishing fake Covid-19 reports.

তিনি বলেন, তার অর্থ পাচারের বিষয়ে মানিলন্ডারিং আইনে মামলা দায়েরের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) অনুরোধ জানিয়েছি। সিআইডি তার বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
আশিক বিল্লাহ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহেদ করিম তার প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বিভিন্ন মানুষকে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে টাকা আত্মসাৎ করেছেন বলেও তথ্য পাওয়া গেছে। তার বক্তব্য, মূলত অর্থ আদায়ের জন্যই তিনি প্রতারণা করেছেন। অর্থাৎ মানুষের অর্থ হাতিয়ে নেয়াই তার আসল উদ্দেশ্য ছিল। তিনি আরও বলেন, সাতক্ষীরার দেবহাটাতে সাহেদ করিমের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলায় কেন্দ্রীয় কারাগার থেকে র‌্যাব-৬ খুলনায় রিমান্ডে নিয়ে যাওয়া হবে। সেখানে অস্ত্রের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
তিনি বলেন, র‌্যাব বাদী হয়ে সাহেদ করিমের বিরুদ্ধে তিনটি মামলা করেছে। প্রতারণার অভিযোগে প্রথম মামলা দায়ের হয় উত্তরা পশ্চিম থানায়, দ্বিতীয় মামলা (অস্ত্র) সাতক্ষীরার দেবহাটাতে, তৃতীয় মামলা জাল নোট উদ্ধারের বিষয়ে উত্তরা পশ্চিম থানায় করা হয়। তিনটি মামলা তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক র‌্যাব অনুমতি পেয়েছে। অনুসন্ধান শুরু হয়েছে।
করোনায় নানা প্রতারণার দায়ে গত ১৫ জুলাই সাতক্ষীরার দেবহাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারে পর সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর দ্বিতীয় দফায় রোববার তাকে ফের ২৮ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।