Bangladesh

Dhaka: Road accident kills 2

Dhaka: Road accident kills 2

Bangladesh Live News | @banglalivenews | 06 Jun 2018, 11:38 pm
ঢাকা, জুন ৭ঃ একটি প্রাইভেট কার মহাসড়কের পাশের খাদে পড়ে যাওয়ার ফলে ঢাকার ধামরাইয়ে দুইজন আরোহী নিহত হয়েছেন, পুলিশ জানিয়েছেন।

এই ঘটনায় আহত হয়েছেন চারজন।

 

এই দুর্ঘটনাটি ঘটেছে ভোরে ধামরাইয়ের বাথলি এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে।

 

যে দুই ব্যাক্তি প্রাণ হারিয়েছেন তারা হলেন  জাহাঙ্গীর আলম (৪২) ও নাজমুল হক (৪৮) ।

 

আহত চার ব্যাক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

পুলিশ জানিয়েছেন যে   প্রাইভেট কারটি ঢাকা থেকে যশোর যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাটি ঘটে।

 

এই মুহূর্তে লাশের ময়নাতদন্তের কাজ চলছে।