Bangladesh
Dhaka: Massive fire destroys shatines
নিজস্ব প্রতিনিধি, ঢাকা আগস্ট ১৭ : রাজধানীর মিরপতর ৭ রূপনগর থানার পেছনে চলন্তিকার মোড়ে বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে যায় ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। ততক্ষণে বস্তিাট পুড়ে ছাই হয়।
শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুনের খবর পাওয়ার পরই মোট ১২টি ইউনিট পাঠানো হয়েছে। পরে আরও ৩টি ইউনিট পাঠানো হয়েছে। আগুনের কারণ জানা যায়নি।
