Bangladesh
Dhaka: Building mishap kills 3
ঢাকা, জুন ৮ঃ নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পড়ে যাওয়ার ফলে ঢাকার ধানমণ্ডি অঞ্চলে তিনজন ব্যাক্তি প্রান হারিয়েছেন, জানিয়েছেন পুলিশ।
পুলিশ জানিয়েছেন আজকের এই দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে ধানমণ্ডি সেন্ট্রাল হাসপাতালের পাশে ৫ নম্বর রোডে নির্মাণাধীন কানকর্ড টাওয়ারে।
যে তিনজন ব্যাক্তি প্রান হারিয়েছেন তারা হলেন মো. সাইদুল (৩৫), মো. মোখলেস (২০) ও মনিরুল (৪৫)।
এই ভবনের ১৩ তলায় প্লাস্টিকের কাজ করছিলেন তিনজন।
সেই সময় মাচা ছিঁড়ে প্রান হারান তিনজন।
ঢাকা মেডিকেলে ও সাইদুলকে সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
