Bangladesh

Dhaka: 30 Covid-recovered Chittagong policemen arrive in the capital to donate plasma
প্লাজমা দিতে চট্টগ্রাম থেকে বাসে ঢাকায় আসছেন ৩০ করোনাজয়ী পুলিশ (ফাইল ছবি)

Dhaka: 30 Covid-recovered Chittagong policemen arrive in the capital to donate plasma

Bangladesh Live News | @banglalivenews | 27 Aug 2020, 12:39 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৭ আগস্ট ২০২০ : নিশ্চিত ঝুঁকি জেনেও করোনা মহামারিতে সম্মুখযোদ্ধা হিসেবে লড়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যরা। ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্তও হয়েছেন তারা, প্রাণও গেছে কয়েকজনের। এবার সহকর্মীদের বাঁচাতে প্লাজমা দিতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গেলেন সিএমপির করোনাজয়ী ৩০ পুলিশ সদস্য।

বুধবার (২৬ আগস্ট) সকালে নগরের দামপাড়ার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স থেকে করোনাজয়ী সিএমপির ৩০ সদস্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের উদ্দেশে রওনা দেন। এ সময় সিএমপি কমিশনারের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, দেশমাতৃকার সেবায় নিয়োজিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এই সদস্যরা করোনাভাইরাসের সংক্রমণের শুরু থেকেই জনগণকে সুরক্ষা দিতে গিয়ে নিজেরাও করোনায় আক্রান্ত হন। পরে সঠিক চিকিৎসা ও যথাযথ পরিচর্যায় দ্রুত সুস্থ হয়ে প্লাজমা দানের উদ্যোগ গ্রহণ করেছেন।

 

তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে শুরু থেকেই দায়িত্বশীল ভূমিকা পালন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। নগরবাসীর সুরক্ষায় দায়িত্ব পালনকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ইতোমধ্যে হারিয়েছে তাদের পাঁচজন সদস্যকে। ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম, হাসপাতাল স্থাপন, জনসচেতনতা সৃষ্টিসহ করোনা প্রতিরোধে সিএমপির গৃহীত নানাবিধ উদ্যোগের কার্যক্রম এখনও চলমান।