Bangladesh

Dhaka: 1 killed in bus mishap

Dhaka: 1 killed in bus mishap

Bangladesh Live News | @banglalivenews | 18 Jul 2018, 08:59 am
ঢাকা, জুলাই ১৮ঃ পুলিশ ঢাকার শাহবাগ দুই বাসের চাপায় পড়ায় এক ব্যাক্তি মারা গেছেন।

পুলিশ জানিয়েছেন এই দুর্ঘটনাটি ঘটেছে  বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগে ফুলের দোকানের কাছে ফুটওভার ব্রিজের নিচে।

 

এই ব্যাক্তির নাম হল  ওমর ফারুক।

 

মৃত  ব্যাক্তি হল মাইক্রোবাসের চালক, জানিয়েছেন পুলিশ।

 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক চিকিৎসকের গাড়ি চালাতেন উনি।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত অবস্থায় ওনাকে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।