Bangladesh

Despite having 15 teachers for 20 students all fails in exam

Despite having 15 teachers for 20 students all fails in exam

Bangladesh Live News | @banglalivenews | 09 May 2018, 07:01 am
নিজস্ব সংবাদদাতা, ঢাকা, মে ৯ :এক শিক্ষা প্রতিষ্ঠানের ২০ ছাত্রী এ বছর দাখিল (মাধ্যমিক) পরীক্ষা দিয়ে সবাই ফেল করেছে।

মাগুরা জেলায় মহম্মদপুর উপজেলার ঘোষপুর গ্রামে অবস্থিত এ প্রতিষ্ঠানের নাম ‘রিজিয়া রুবিয়া মহিলা দাখিল মাদরাসা’।

 

এই ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ এবং মানববন্ধন করেছে।


অভিভাবকরা শিক্ষকদের যোগ্যতা এবং আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।তারা অভিযোগ করেন, মাদরাসার শিক্ষকরা নিয়মিত আসেন না।

 

আসলেও ক্লাস না নিয়ে হাজিরা খাতায় সই করে যার যার ব্যক্তিগত কাজে চলে যান।

 

তাছাড়া মাদরাসার সভাপতি রুবিয়া খাতুনের বিরুদ্ধে জাল সনদধারী ছেলে, জামাই ও মেয়েসহ ছয় আত্মীয়কে শিক্ষক হিসেবে নিয়োগদানের অভিযোগ রয়েছে।


অভিভাবকরা বলেন, অযোগ্য শিক্ষক নিয়োগের কারণে সব শিক্ষার্থী ফেল করেছে।

 

এমপিওভুক্ত এ প্রতিষ্ঠানটির ১৪ জন শিক্ষক ও তিন কর্মচারী বেতন-ভাতা ভোগ করলেও ছাত্রীদের লেখাপড়া না শিখিয়ে নিজেদের ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকেন। আবার অনেকে মাদরাসার অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন কাজের নামে অর্থ হাতিয়ে নিচ্ছেন। অনেকে মাদরাসায় না এসে কোচিং বাণিজ্যসহ নানা অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েছেন।

Image: Wikimedia Commons