Bangladesh

Culprit nabbed 20 minutes after he stole a private car

Culprit nabbed 20 minutes after he stole a private car

Bangladesh Live News | @banglalivenews | 25 Feb 2020, 05:30 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ফেব্রুয়ারি ২৫ : সিলেট নগরী থেকে একটি প্রাইভেটকার ছিনতাই করে পালানোর ২০ মিনিটের মধ্যে ছিনতাই হওয়া প্রাইভেটকারসহ হাবিবুর রহমান (২৭) নামে একজনকে আটক করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ৮টার দিকে নগরীর রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়াম এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হাবিবুর হবিগঞ্জ সদর উপজেলার বালিয়াকান্দি গ্রামের আব্দুল মুহিতের ছেলে।

নগরীর কোতোয়ালি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান জানান, রোববার রাত ৮টা ১০ মিনিটের দিকে ছিনতাইকারী হাবিবুর রহমান নগরের নয়াসড়ক এলাকায় রায়হান মিয়া নামে এক ব্যক্তিকে ভয় দেখিয়ে তার মালিকানাধীন (মেট্রো-খ ১১-০০৭০) একটি প্রাইভেটকার ছিনতাই করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযানে নামে এবং ঘটনার মাত্র ২০ মিনিটের মধ্যেই প্রাইভেটকারসহ ছিনতাইকারীকে আটক করা হয়।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ জানান, এ ঘটনায় আটক হাবিবুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।