Bangladesh
Covid-19: Death toll touches 3,184 as Bangladesh records 30 new deaths in 24 hours
আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৬ জন। গতকালের চেয়ে ৪৮০ জন বেশি সুস্থ হয়েছেন। গতকাল সুস্থ হয়েছিলেন ৫৮৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯০৫ জন।
ডা. নাসিমা জানান, আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৬ দশমিক ৯৬ শতাংশ। আগের দিন এই হার ছিল ৫৬ দশমিক ৮৪ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার শূন্য দশমিক ১২ শতাংশ বেশি। গত ২৪ ঘন্টায় ৪ হাজার ২৪৯ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৩৫৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ৪৭০ জন বেশি শনাক্ত হয়েছেন। গতকাল ৩ হাজার ৬৮৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ৮৮৬ জন।
তিনি জানান, দেশে এ পর্যন্ত মোট ১১ লাখ ৯৩ হাজার ৫৪৪ জনের নমুনা পরীক্ষায় ২ লাখ ৪২ হাজার ১০২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ২৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩১ দশমিক ৯১ শতাংশ। আগের দিন এ হার ছিল ২৪ দশমিক শূন্য ৫ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার ৭ দশমিক ৮৬ শতাংশ বেশি।
ডা. নাসিমা সুলতানা জানান, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ২৩৮ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ৩ হাজার ২১৩ জনের। গতকালের চেয়ে আজ ১ হাজার ২৫টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের ৮২টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ৪ হাজার ২৪৯ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৩ হাজার ৬৮৪ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ৫৬৫টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে।
