Bangladesh

Covid-19 claims life of woman doctor in Chittagong
File picture

Covid-19 claims life of woman doctor in Chittagong

Bangladesh Live News | @banglalivenews | 15 Jul 2020, 12:25 am
A woman doctor, identified as Dr. Sultana Latifa Jaman Irene, has died after being affected by the deadly novel coronavirus. The doctor breathed her last at a hospital in Chittagong on Tuesday.

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. আইরিন জামান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এসএম মুইজ্জুল আকবর চৌধুরীর স্ত্রী। তিনি কুমিল্লা মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ছাত্রী ছিলেন।
সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, সকালে ডা. আইরিন জামানের মৃত্যুর যে সংবাদ ছড়িয়েছিল সেটা ভুল ছিল। তখনো তার শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল। তবে ক্ষীণ শ্বাসপ্রশ্বাস চলছিল। পরে দুপুর ১টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটির (এফডিএসআর) হিসাব অনুযায়ী, করোনাভাইরাস ও উপসর্গ নিয়ে চট্টগ্রামে এ পর্যন্ত আট চিকিৎসকের মৃত্যু হয়েছে।