Bangladesh

Chittagong: Road mishap leaves 2 dead

Chittagong: Road mishap leaves 2 dead

Bangladesh Live News | @banglalivenews | 16 Oct 2019, 07:57 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, অক্টোবর ১৬ : চট্টগ্রামের আনোয়ারায় কভার্ড ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল পৌনে দশটার দিকে আনোয়ারা পিএবি সড়কের বরুমছড়া চেয়ারম্যান ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ।


নিহতরা হলেন- পটিয়া পাঁচুরিয়া এলাকার বাসিন্দা সুভাষ কুমার নাথ (৫৫) ও ফেনীর সোনাগাজী এলাকার মোহাম্মদ ইসরাফিল (৩৮)।

 

সুভাষ কুমার ইউরো ফার্মাসিউটিক্যালসের জোনাল ম্যানেজার এবং ইসরাফিল কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনে কাজ করতেন বলে পুলিশ জানিয়েছে।


ওসি দুলাল মাহমুদ বলেন, স্কয়ার টয়লেট্রিজের কভার্ড ভ্যানের সঙ্গে দুটি অটোরিকশার সংঘর্ষে দুইজন ঘটনাস্থলেই মারা যায়। আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”হতাহত সবাই দুই অটোরিকশার যাত্রী বলে জানান তিনি।