Bangladesh

Chittagong: 2 'drug peddlers' killed in RAB firing

Chittagong: 2 'drug peddlers' killed in RAB firing

Bangladesh Live News | @banglalivenews | 19 Jul 2018, 11:31 pm
ঢাকা, জুলাই ২০ঃ র‍্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে চট্টগ্রামের মতিঝরনা এলাকায় দুই ব্যাক্তি প্রাণ হারিয়েছেন।

র‍্যাব জানিয়েছেন যে এই দুই ব্যাক্তি মাদক ব্যবসায়ী।

 

তবে, তাদের বিষয় এখনও পর্যন্ত সব তথ্য জানায়নি র‍্যাব।

 

র‍্যাব জানিয়েছেন  বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে  এই ঘটনাটি ঘটেছে।

 

মাইক্রোবাসে মাদকদ্রব্য নিয়ে এই দুই ব্যাক্তি বিক্রি করতে গেলে সেই সময় র‍্যাব সদস্যরা তাদের থামতে নির্দেশ দেন।

 

র‍্যাব্দের সদস্যদের তারা লক্ষ্য করে গুলি চালান।

 

র‍্যাব জানিয়েছেন নিজেদের রক্ষা করবার জন্য তারা পাল্টা গুলি চালান।

 

পড়ে, ঘটনাস্থলে দুইজনের লাশ পড়ে থাকতে দেখা যায়।

 

Image: Internet Wallpaper