Bangladesh

Chittagong: 13 lakh Ya Ba tablets recovered, 2 arrested

Chittagong: 13 lakh Ya Ba tablets recovered, 2 arrested

Bangladesh Live News | @@banglalivenews | 04 May 2018, 04:59 am
ঢাকা, মে ৪ঃ গোয়েন্দা পুলিশের সদস্যরা আজ চট্টগ্রামের হালিশহরে এক বাসায় অভিযান চালিয়ে ১৩ লাখ ইয়াবাসহ দুই ব্যাক্তিকে আটক করেছে।

এই দুই ব্যাক্তি সম্পর্কে হলেন দুই ভাই।

 

গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে যে  গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে হালিশহরের শ্যামলী আবাসিক এলাকার একটি বাড়িতে আভিজান চালানো হয়।

 

যে দুই ব্যাক্তিকে আটক করা হয়েছে তাদের পরিচয় হল  মো. আশরাফ ও তার ভাই মো. হাসান।

 

বাড়িতে অভিযান চালিয়ে প্রথমে তিন লাখ ইয়াবা পান পুলিশের সদস্যেরা।

 

আটক দুই ব্যাক্তির তথ্যের উপরে ভিত্তি করে তারপরে  বাড়ির গ্যারেজে রাখা একটি প্রাইভেট কার থেকে আরও ১০ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

 

Image: Wikimedia Commons