Bangladesh
Chinese hackers trying to steal information about COVID-19 vaccines: America claims
বেইজিংঃ আবার একবার আমেরিকা নিজের গলা চড়িয়েছে চীনের বিরুদ্ধে।
করোনার ভ্যাকসিন নিয়ে এইবার এক গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধ্রেছে আমেরিকা।
ওয়াল স্ট্রিট জার্নাল এবং নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ইউএস ফেডারাল ইনভেস্টিগেশন ব্যুরো এবং সাইবারসিকিউরিটি বিশেষজ্ঞরা মনে করছেন করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির গবেষণার তথ্য চুরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে চীনের হ্যাকাররা।
প্রতিবেদনে আর বলা হয়েছে যে মার্কিন মুলুকে সরকারি ও বেসরকারি যেসব সংস্থাগুলো কোভিড-১৯ এর ভ্যাকসিন তৈরির চেষ্টা করছে, সেই সমস্ত কোম্পানিদের চীনা হ্যাকিং সম্পর্কে একটি ওয়ার্নিং নোটিশ দিতে পারে এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটি।
ওই হ্যাকারদের সঙ্গে চীনা সরকারের যোগ রয়েছে বলেও দাবি করেছে মার্কিন সরকার।
বলা উচিত যে চীন থেকে এই করোনাভাইরাস রগ পৃথিবীর বিভিন্ন প্রান্তে আজ ছড়িয়ে পড়েছে বলে ধারনা করা হচ্ছে।
