Bangladesh

Canadian PM Justin Trudeau invites Sheikh Hasina for G7 Outreach event

Canadian PM Justin Trudeau invites Sheikh Hasina for G7 Outreach event

Bangladesh Live News | @banglalivenews | 03 Jun 2018, 11:20 am
ঢাকা, জুন ৩ঃ কুইবেকে অনুষ্ঠেয় জি-সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দেওয়ার জন্য পৃথিবীর বেশ কিছু নেতার সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

নিজের ঘোষণায়, কানাডার নেতা জানান যে  জি-সেভেন শীর্ষ সম্মেলনের সঙ্গে বিশেষ যে আউটরিচ সেশনের আয়োজন করা হয়েছে তাতে বেশ কিছু বিশ্ব নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

 

কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রধানকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন উনি।

 

সমুদ্রকে দূষণ থেকে রক্ষা করা এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের প্রতিকূলতা মোকাবেলার সক্ষমতা বৃদ্ধির বিষয়টি তুলে ধরা হবে  আউটরিচ বৈঠকে।

 

এই বৈঠক অনুষ্ঠিত হবে জুন ৯।

 

জি-সেভেনের যে সাত দেশ আছে তাড়া হল কানাডা ছাড়া  ফ্রান্স, জার্মানি, জাপান, ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ।

 

ইসেশিমায় অনুষ্ঠিত জি-সেভেন সম্মেলনের আউটরিচ মিটিংয়েও দুই বছর আগে যোগ দিয়েছিলেন হাসিনা।

 

সেই অনুষ্ঠানে উনি যোগ দিয়েছিলেন জাপানের প্রধানমন্ত্রী  শিনজো আবের আমন্ত্রণে।