Bangladesh

Canada to give 30 crore dollars to Rohingya aid in three years

Canada to give 30 crore dollars to Rohingya aid in three years

Bangladesh Live News | @banglalivenews | 25 May 2018, 02:12 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, মে ২৫ : রোহিঙ্গা জনগোষ্ঠীর সংকট উত্তরণে তিন বছরে ৩০ কোটি ডলার দেবে কানাডা।

 রোহিঙ্গাদের মানবিক ত্রাণ সহায়তা, তাদের জন্য উন্নয়ন কর্মকান্ড এবং মিয়ানমারের রোহিঙ্গা বসতিতে স্থিতিশীলতা আনার লক্ষ্যে ‘সমন্বিত ও সময়োপযোগী উপায়ে’ এই সহায়তা দেওয়া হবে।

 

কানাডার   প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বুধবার রোহিঙ্গা সংকট মোকাবেলায় এই অর্থ সহায়তার ঘোষণা দেন।

 

গত বছর অগাস্টে রাখাইনে নিপীড়নের মুখে বাংলাদেশ অভিমুখে রোহিঙ্গাদের ঢল নামলে সৃষ্ট মানবিক সংকট মোকাবেলায় প্রথম দিকে যেসব দেশ সাড়া দিয়েছিল তাদের মধ্যে অন্যতম কানাডা।

 

এখন পর্যন্ত রোহিঙ্গাদের সবচেয়ে বেশি সহায়তাকারী দেশগুলোর প্রথম সারিতে তারা।


জাস্টিন ট্রুডো বলেন, ‘যখন রোহিঙ্গা সম্প্রদায় ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের লাখ লাখ মানুষ গুরুতর মানবাধিকার লংঘনের শিকার হবে তখন কানাডা অলস বসে থাকবে না। এই সংকট মোকাবেলায় বৈশ্বিক দায়িত্ববোধ থেকে আমরাও কাজ করব। আমরা অন্যদেরও সাধুবাদ জানাই যারা সহমর্মিতা ও সহৃদয়তা নিয়ে কাজ করছে, বিশেষত বাংলাদেশ সরকার এবং ওই এলাকার জনগণ যারাপ্রয়োজনের সময়প্রতিবেশীদের নিরাপদ আশ্রয় দিচ্ছে।’