Bangladesh

Brussels: Indians protest against Pakistan over atrocities against minorities

Brussels: Indians protest against Pakistan over atrocities against minorities

Bangladesh Live News | @banglalivenews | 24 Feb 2020, 11:33 am
ব্রাসেলসঃ  ভারতীয় বংশোদ্ভূত ইহুদি সম্প্রদায়ের লোকজন কিছুদিন আগে  বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পাকিস্তানবিরোধী বিক্ষোভ সমাবেশে যোগদান হন।

বিক্ষোভে থেকে পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে হিন্দু ও শিখ ধর্মীবলম্বীদের নির্যাতন প্রতিরোধে ইউরোপীয় ইউনিয়নকে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য এই মানুষেরা জানিয়েছেন, সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে।

 

ভারত সরকার কর্তৃক সম্প্রতি পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতি এই মানুষেরা সমর্থন জানান।

 

গত বছরের শেষ দিকে ভারত সরকার এই আইন পাস করেন।

 

গত ফেব্রুয়ারি ১৫ তারিখে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।