Bangladesh
BNP only believes in politics of rumour: Kader
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, আগস্ট ২৫ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি কোটা আন্দোলনে ব্যর্থ, বিদেশিদের কাছে নালিশ করে ব্যর্থ এবং নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের ওপর ভর করেও ব্যর্থ হয়ে এখন তাদের একমাত্র রাজনীতি হলো গুজব সন্ত্রাস।
শুক্রবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাটে চাপরাশিরহাটে এলাকাবাসীর সঙ্গে জম্মার নামাজ শেষে সাংবাদিকদেও সংগে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বিএনপি এবারও নির্বাচনে অংশগ্রহণ না করে ২০১৪ সালের মতো পরিস্থিতি সৃষ্টির জন্য উঠে পড়ে লেগেছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপিকে বাদ দিয়ে কেউ নির্বাচন করতে চায় না। সরকার চায় সবার অংশগ্রহণমূলক নির্বাচন, কিন্তু বিএনপি নিজেরাই নিজেদের যদি বাদ দেয় তাহলে আমাদের কি করার আছে।
এসময় উপস্থিত ছিলেন কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, জেলা পরিষদের সদস্য আলা বকস টিপুসহ অনেকে।
