Bangladesh
BNP meet: Voices getting stronger to leave Jamaat
এই বৈঠকের সময় জামায়াতকে নিয়েও আলোচনা হয়েছে।
এমনকি স্থায়ী কমিটির সব সদস্যের মতামত হল জামায়াত ছেড়ে দিয়ে তারা এগিয়ে চলবে।
স্থায়ী কমিটির এক সদস্য যুগান্তরকে বলেন, ২০ দলের অন্যতম শরিক জামায়াত নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। জামায়াতকে ছেড়ে দেয়ার বিষয়ে স্থায়ী কমিটির সব সদস্যের মতামত একই।
শুধুমাত্র একজন সদস্যের বক্তব্যে অস্পষ্টতা ছিল। তবে কোনো সিদ্ধান্ত হয়নি। লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন। প্রায় ২ ঘণ্টাব্যাপী এই বৈঠক চলে, খবরের কাগজটি প্রতিবেদনে জানায়।
বৈঠকে অংশ নেয়া স্থায়ী কমিটির একাধিক সদস্য যুগান্তরকে বলেন, করোনা পরিস্থিতির পরে বিএনপির সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়া কী হবে তা নিয়েই মূলত সবাই বক্তব্য দিয়েছেন। সবাই একমত হন, আগামীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের সব কমিটিই হবে নির্বাচনের মাধ্যমে। এ সময় কমিটি গঠনে অতীতে ভুলত্রুটি নিয়েও কথা বলেন স্থায়ী কমিটির সদস্যরা।
সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে আগের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিত করার বিষয়ে একটি খসড়া চূড়ান্ত করার কথা থাকলেও এই বৈঠকের সময় সেই বিষয় আলোচনা হয়নি।
