Bangladesh

Beneficiaries return empty handed as BNP groups clash during relief programme, 10 injured
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের মারামারি (ছবি : সংগৃহিত)।

Beneficiaries return empty handed as BNP groups clash during relief programme, 10 injured

Bangladesh Live News | @banglalivenews | 20 Aug 2020, 12:24 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২০ আগস্ট ২০২০ : কুড়িগ্রামে বিএনপির ত্রাণ বিতরণকে কেন্দ্র করে জেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা এবং যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হাসনাইন কায়কোবাদসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার বিকেলে শহরের পৌর এলাকার ভেলাকাপা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে কেন্দ্রীয় বিএনপির ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা জানান, নেতা-কর্মীরা দ্রুত কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

 

কুড়িগ্রাম সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিএনপির ত্রাণ বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি হিসব উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এসময় অনুষ্ঠানে বসা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা গ্রুপের সাথে যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হাসনাইন কায়কােবাদ গ্রুপের কথা কাটাকাটি হয়।

 

এক পর্যায় তাদের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। দু'পক্ষের আহতরা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিক চিকিৎসা নিচ্ছেন। এখন পযন্ত কেউ লিখিত অভিযাগ করেনি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

 

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় শহরে তীব্র উত্তেজনা বিরাজ করছে। আইন শৃঙ্খলা অবনতি না ঘটে এজন্য শহরের গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশি টহল জোরদার রয়েছে।
এ ব্যাপারে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক জানান, অনুষ্ঠানে বসাকে কেন্দ্র করে এমন অপ্রীতিকর ঘটনাটি ঘটে। ফলে ত্রাণ বিতরণ কার্যক্রম ভেস্তে যায়।

 

এসময় ত্রাণ নিতে আসা ছয় শতাধিক মানুষ অনুষ্ঠানস্থল ত্যাগ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। তবে যারা কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিবের উপস্থিতিতে বিশৃংখলা সৃষ্টি করে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রের কাছে দাবি জানানা হবে।