Bangladesh
Begum Khaleda Zia's lawyer to appeal to extend her bail
Bangadesh Nationalist Party's Chairperson and former Prime Minister Begun Khaleda Zia's lawyer A.M. Mahbub Uddin Khokon has said that he will appeal at the earliest to extend the former's bail.
সংবাদ মাধ্যমকে খোকন বলেন, ‘করোনা পরিস্থিতির মধ্যে ম্যাডামের যথাযথ চিকিৎসা হচ্ছে না। ওনার জামিনের মেয়াদ বাড়ানোর জন্য দ্রুত সরকারের কাছে আবেদন করা হবে।কবে নাগাদ আবেদন করা হতে পাওে জানতে চাইলে তিনি বলেন, ‘আবেদন করার তারিখ এখনও চূড়ান্ত হয়নি।’
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে আবেদন করা হচ্ছে কি-না, এমন প্রশ্নে খোকন বলেন, ‘ওনার চিকিৎসা তো বাংলাদেশেই হবে। যদি বিদেশে চিকিৎসার প্রয়োজন হয় তখন আশা করি সরকার বিবেচনা করবে।’
উল্লেখ্য, গত ২৫ মার্চ বিশেষ শর্তে মুক্তি পান দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
