Bangladesh

Bangladesh: Two killed in accident

Bangladesh: Two killed in accident

Bangladesh Live News | @banglalivenews | 21 Mar 2020, 09:29 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, মার্চ ২০ : নরসিংদীর ভগিরথপুরে পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন। শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার ভগিরথপুর এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। গুরুতর আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের একজন হলেন কান্দাইল এলাকার আব্দুল বারেক। তবে অপর নিহতের নাম জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, সকালে মাধবদীর শেখারচর থেকে খুচরা ব্যবসায়ীরা একটি পিকআপ ভ্যানে কাপড় বোঝাই করে ঢাকায় যাচ্ছিলেন। পিকআপটি ভগিরথপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।


এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালকসহ দুইজন মারা যান। আহত হন আরও দুই জন। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।