Bangladesh
Bangladesh: Three terrorists killed while exchanging fire with security forces
নিহতরা পার্বত্য শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ- প্রসীতপন্থী) সদস্য বলে জানা গেছে। সোমবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
এর আগে সকালে দীঘিনালা উপজেলার দুর্গম বরাদাম এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহতরা হলেন ভুজেন্দ্র চাকমা (৪৫), রুচিল চাকমা (২৫) ও নবীন জ্যোতি চাকমা (৩২)। নিহতরা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ- প্রসীতপন্থী) স্বশস্ত্র গ্রুপের সদস্য বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীঘিনালার বরাদাম এলাকায় ৭-৮ জন সন্ত্রাসীর উপস্থিতির খবর পেয়ে সোমবার সকালে সেনাবাহিনীর একটি টহল দল অভিযানে যায়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে স্বশস্ত্র সন্ত্রাসীরা সেনা টহল দলকে লক্ষ্য করে অণর্কিত গুলি চালায়। সেনাবাহিনীও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই তিন সন্ত্রাসী নিহত হন। ১০-১৫ মিনিট গুলিবিনিময়ের পর সন্ত্রাসীরা পালিয়ে যান। এরপর সেনাবাহিনী ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিন সন্ত্রাসীর মরদেহ, দুটি পিস্তল ও ৮ রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করে।
দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ থানায় আনা হয়েছে। ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, নিহত তিনজনই ইউপিডিএফের কর্মী।
