Bangladesh
Bangladesh: Road mishap leaves two dead
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ফেব্রুয়ারি ২৬ : সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধাসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ বাসযাত্রী। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
নিহতরা হলেন, রায়গঞ্জ উপজেলার তিন নান্দিনা গ্রামের রজব আলীর স্ত্রী আম্বিয়া বেগম (৭০) ও বাসের হেলপার শুকুর আলী।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের ভুইঁয়াগাঁতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ জানায়, সিরাজগঞ্জ থেকে বগুড়াগামী ঐশী নিশা পরিবহনের একটি যাত্রীবাহী লোকাল বাস ভুইঁয়াগাঁতী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে ওই বৃদ্ধা ও হেলপার মারা যান এবং ১০ বাসযাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে তাদেরকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
