Bangladesh

Bangladesh road mishap claims 2 lives

Bangladesh road mishap claims 2 lives

Bangladesh Live News | @banglalivenews | 24 Jun 2018, 12:58 pm
ঢাকা, জুন ২৪ঃ যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার হরিণচড়ায় দুইজন জন ব্যাক্তি নিহত হয়েছেন, জানিয়েছেন পুলিশ।

এই ঘটনায় আহত হয়েছেন ১০ জন।

 

পুলিশ জানিয়েছেন এই দুর্ঘটনাটি ঘটেছে  রোববার ভোর চারটার দিকে।

 

বাসের সুপারভাইজার পাবনা সদরের রাঘবপুর গ্রামের শাহিন আলী এই ঘটনায় প্রান হারিয়েছেন।

 

বাসের যাত্রী পাবনার শিমুলিয়া গ্রামের রেজাউল ইসলাম এই দুর্ঘটনায় মারা গেছেন।

 

আহত ব্যাক্তিদের  সিরাজগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

পুলিশ জানিয়েছেন দুটি গাড়ি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

ঘটনাস্থলেই দুইজন ব্যাক্তি প্রান হারান।