Bangladesh
Bangladesh returns one BSF member
ঢাকা, জুলাই ৪ : ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ-এর এক সদস্যকে চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধারের পর ফেরত দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে ‘মদ্যপ অবস্থায়’ অস্ত্রসহ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত এলাকায় ঢুকে পড়া বিএসএফ-এর ওই সদস্যকে সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয় বিজিবি।
বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দুপুর পৌনে ১২টার দিকে ৪৪ বিএসএফর এক সদস্য মদ্যপ অবস্থায় অস্ত্র নিয়ে সীমান্তের ১৯৮/১ পিলারের কাছ দিয়ে বাংলাদেশের প্রায় ৫০ গজ অভ্যন্তরে ঢুকে পড়েন।
এ সময় মোহাম্মদ জিয়া নামে স্থানীয় এক ব্যক্তি তাকে উদ্ধার করে বিজিবির চাঁনশিকারী বিওপিতে হস্তান্তর করেন।
চাঁনশিকারী বিওপি ওই বিএসএফ সদস্যকে নিরস্ত্র করে তার শারীরিক সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করে।
পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ওই বিএসএফ সদস্যকে অস্ত্রসহ ৪৪ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট এর কাছে হস্তান্তর করা হয় বলে জানানো হয়েছে।
