Bangladesh
Bangladesh Nationalist Party to contest Dhaka by-polls
গত ৬ মে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা, আর ১০ জুলাই ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুন মারা যান। তাদের মৃত্যুতে এই দু’টি আসন শূন্য ঘোষণা করা হয়। সুবিধাজনক সময়ে এ দুই আসনে ভোটের তারিখ ঘোষণা করার কথা রয়েছে। রাজধানীর এ দুই আসন ঘিরে ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিরোধী দল জাতীয় পার্টির পাশাপাশি একাধিকবার সরকার গঠন করা বিএনপিতেও চলছে নানা আলোচনা।
বিএনপির একজন যুগ্ম-মহাসচিব বলেন, ঢাকার রাজনীতির সাথে অন্যান্য এলাকার রাজনীতির গতি-প্রকৃতি ভিন্ন। তাছাড়া ঢাকায় বিএনপির নেতাকর্মী, ভোটার ও সমর্থক বেশি, সবাইকে সুসংগঠিত রাখতে নির্বাচনে যাওয়ার বিকল্প নেই।
ঢাকা মহানগর উত্তর বিএনপির এক নেতা বলেন, যখন ঢাকা-৫ ও ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচন হবে, তখন করোনাভাইরাস পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসতে পারে। এদিক বিবেচনায় রেখে নির্বাচনের জন্য ভেতরে ভেতরে প্রস্তুতি রয়েছে নেতাকর্মীদের। দলের নীতি-নির্ধারণী পর্যায় থেকে এমন ‘সংকেত’ পেয়ে সম্ভাব্য প্রার্থীরাও নড়েচড়ে বসেছেন। ডিজিটাল মাধ্যম কিংবা নিজ বাসায় সামাজিক দূরত্ব বজায় রেখে নেতাকর্মীদের সাথে যোগাযোগ বাড়ানোর কাজ শুরু করেছেন তারা।
সূত্রমতে, ঢাকার উত্তর ও দক্ষিণ প্রবেশমুখের এই দু’টি আসন রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ বিএনপির নীতি-নির্ধারকদের কাছে। রাজনীতির কেন্দ্রবিন্দু রাজধানীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগকে এই দু’টি আসন ছেড়ে না দেয়ার ব্যাপারে স্থানীয় নেতাকর্মীরাও জোরালো মত দিয়েছেন। করোনাকালে স্থবির হয়ে যাওয়া সাংগঠনিক কার্যক্রম কিছুটা হলেও এই নির্বাচনে অংশ নেয়ার মধ্য দিয়ে গতি লাভ করতে পারে বলে আশা নেতাকর্মীদের।
এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের স্থায়ী কমিটির সভায় আলোচনা করে ঢাকার উপ-নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
