Bangladesh

Bangladesh Minister warns people who might create anarchy during Modi visit

Bangladesh Minister warns people who might create anarchy during Modi visit

Bangladesh Live News | @banglalivenews | 08 Mar 2020, 12:42 pm
ঢাকাঃ  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন আজ পরিষ্কার জানিয়েছেন দিয়েছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন বাংলাদেশ সফরের সময় যদি  কোনো গোষ্ঠী অরাজক পরিস্থিতি সৃষ্টি করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান উপলক্ষে মোদী বাংলাদেশ সফরে আসবে।

আজ রোববার দুপুরে নওগাঁর ধামইরহাটে মাদক কারবারিদের আত্মসমর্পণ ও নতুন থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সাথে কথা বলবার সময় উনি এই বিষয়গুলি তুলে ধরেন।

মন্ত্রি সাংবাদিকদের বলেনঃ "ভারত আমাদের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধুদেশ। সেই দেশের প্রধানমন্ত্রী হিসেবে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদি। তিনি ছাড়াও আমাদের অন্য বন্ধুদেশের সরকারপ্রধানেরাও উপস্থিত থাকবেন।"

"বিদেশি অতিথিদের উপস্থিতিতে দেশের কোনো গোষ্ঠী যদি অহেতুক ঝামেলা সৃষ্টি করতে চায়, তাদের রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে," উনি বলেন।

মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে আর কিছুদিনের মধ্যে বাংলাদেশ যাবে মোদী।

মোদীর সফরের সময় বিক্ষোভ দেখাতে পারে বিভিন্ন সংগঠন।

এমন অবস্থানের মাঝে বাংলাদেশ সরকার সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে সংগঠনদের বিরুদ্ধে।

ভারত সরকারের নাগরিকত্ব আইন ও দিল্লীতে সংঘর্ষের আবহাওয়ার মাঝেই এই সফর হওয়ার দিন আগিয়ে আসছে।

বাংলাদেশ সরকার কিছুদিন আগে এই আইনের বিষয়টিকে ভারতের অভ্যন্তরীণ বলে আখ্যা দিয়েছে।