Bangladesh
Bangladesh,India conduct cycle rally
র্যালিটি ভারতের পেট্রাপোল দিয়ে শনিবার বিকেল ৫টার দিকে বেনাপোল চেকপোস্টে প্রবেশ করে। এখান থেকে বাংলাদেশের আরো তিনজন তাদের এ র্যালিতে যোগ দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংসদের আমন্ত্রণে তারা বাংলাদেশে এসেছেন।
ভারতীয় পাঁচ সদস্যের রালিটি গত ৩ আগস্ট ভারতের পূর্ব মেদিনীপুর কোনাঘাটা থেকে রওয়ানা হয়ে বেনাপোল পৌঁছে।
সাত দিনের সফরে আসা পাঁচজন ও বাংলাদেশের তিনজন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টুঙ্গিপাড়া সমাধি স্মৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন ও দেশের দর্শনীয় কয়েকটি স্থান পরিদর্শন করবেন। পরে বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা ভারতে ফিরবেন।
ভারতীয় প্রতিনিধিদলের নেতা পূর্ব মেদিনীপুরের কোনাঘাটা ভাষা ও সাংস্কৃতিক সংসদের সভাপতি কৃষ্ণনেন্দ্র বিরা বলেন, সংহতি যাত্রার সামাজিক বার্তা হচ্ছে ‘কন্যা সন্তান বাঁচান, বিশ্ব উষ্ণয়নের বিরুদ্ধে গাছ লাগান আর বাংলা ভাষা ও সংস্কৃতিকে ভালোবাসুন।’
প্রতিনিধি দলে রয়েছেন, ওই সংসদের সাধারণ সম্পাদক শোভন কান্তি চট্টপ্যাধ্যায়, সদস্য জহর লাল মন্ডল, শংকর খাড়া ও চন্দ্র কান্ত শামন্তী।
এ র্যালির সঙ্গে যোগ হওয়া বাংলাদেশের তিনজন হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংসদের সভাপতি মোহাম্মদ হুসাইন, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন প্লাবন ও সদস্য জাবেদুল ইসলাম।
বেনাপোল সরগম সংগীত একাডেমির সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, এ ধরনের একটি সংহতি যাত্রা দুই দেশের মানুষের মধ্যে যেমন বন্ধুত্ব সম্পর্ক জোরদার তেমনি পরিবেশের সুরক্ষায় মানুষকে সচেতন হতে আগ্রহী করবে।
