Bangladesh
Bangladesh government in doubt over sending female workers to Saudi Arabia
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১২ হাজার বাংলাদেশি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। অপর এক তথ্য বলছে, শুধু সেপ্টেম্বর মাসে সৌদি আরব থেকে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন সহস্রাধিক নারী শ্রমিক। এদের অনেকে যৌন নির্যাতনের শিকার হওয়ার কথাও জানিয়েছেন। দেশে আসার সময় প্রাপ্য বেতনও তাদের দেয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
নারীকর্মী নির্যাতনের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেন, ‘আমরা নির্যাতিত হওয়ার জন্য কোনো কর্মী পাঠাই না। একজন নারীকর্মীও যদি বিদেশে নির্যাতনের শিকার হন সেটা আমাদের জন্য সুখকর নয়।’ তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে সৌদি সরকারের সঙ্গে আমরা আলোচনা চালাচ্ছি। ইতোমধ্যে ঢাকায় দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে এ বিষয়ে জানিয়েছি। তিনি বিষয়টি নিয়ে তার দেশের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন।’
তিনি এমনও বলেন, সৌদি আরবে নারী শ্রমিক নির্যাতন রোধে সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ সরকার। তবে নারীকর্মীদের নির্যাতনের বিষয়ে সৌদি আরবের আইনে হস্তক্ষেপের সুযোগ নেই। কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সমস্যা সমাধনে উদ্যোগ নেয়া হয়েছে।
তবে অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, নারীকর্মী বিদেশে না পাঠানো কোনো সমাধান নয়। তবে তাদের নিরাপত্তা নিশ্চিত করে পাঠাতে হবে। এছাড়া গৃহকর্মী হিসেবে না পাঠিয়ে অন্য সেক্টরের দক্ষ কর্মী হিসেবে পাঠানোর পক্ষে মত দেন তারা।
নারীরা সৌদি আরবে নির্যাতনের শিকার হচ্ছে বলে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান দাবি করে আসলেও এ বিষয়ে সেভাবে মুখ খোলেনি সরকার। কিন্তু সম্প্রতি সৌদি ফেরত নারীদের ওপর করা সরকারের এক জরিপে এর ভয়াবঘুার রূপ প্রকাশ পায়। পরে জাতীয় সংসদেও তিনজন সংসদ সদস্যের তোপের মুখে পড়েন প্রবাসী কল্যাণমন্ত্রী।
