Bangladesh

Bangladesh: Eid wishes exchanged with Khaleda Zia
Amirul Momenin

Bangladesh: Eid wishes exchanged with Khaleda Zia

Bangladesh Live News | @banglalivenews | 26 May 2020, 08:59 am
ঢাকা, মে ২৬ : বিএনপিপ্রধান বেগম খালেদা জিয়ার সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করতে তার গুলশানের বাসা ‘ফিরোজা’য় যান দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্য।

সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ওই নেতারা ‘ফিরোজা’য় প্রবেশ করেন।


শুভেচ্ছা বিনিময়ে ফখরুলের সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।


দুর্নীতি মামলার সাজার কারণে গত দুই বছরে চার ঈদ কারাবন্দি অবস্থায় কাটাতে হয়েছে খালেদা জিয়াকে।

এর মধ্যে করোনাভাইরাসের প্রকোপ দেখা দিলে গত ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে ছয় মাস সাজা স্থগিত রেখে খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়।

মুক্তির পর নিজের ভাড়া বাসা ‘ফিরোজা’য় ওঠেন খালেদা জিয়া। সেখানে থেকেই এবার ঈদ উদযাপন করলেন সাবেক এ প্রধানমন্ত্রী।